ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সামাজিক সচেতনতাই পারে বাল্যবিয়ে রোধ করতে  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৬ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৮
সামাজিক সচেতনতাই পারে বাল্যবিয়ে রোধ করতে   বাল্যবিয়ে প্রতিরোধে সভা। ছবি: বাংলানিউজ

ভোলা: ভোলায় বাল্যবিয়ে প্রতিরোধে ধারাবাহিক বিভিন্ন কার্যক্রম এর অংশ হিসেবে ডিস্ট্রিক্ট লেসনস লার্নট শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে। 

ইউনিসেফের সহযোগিতায় কোস্ট ট্রাস্ট এর সমন্বিত শিশু বিবাহরোধ কর্মসূচি (আইইসিএম) প্রকল্পের আয়োজনে মঙ্গলবার (২ অক্টোবর) দুপুরে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।  

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মাসুদ আলম সিদ্দিক।

 

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মাহামুদুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইউনিসেফ বাংলাদেশের চিফ অফ ফিল্ড সার্ভিসেস সায়রোজ মাওজি।  

এসময় আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মৃধা মো. মোজাহিদুল ইসলাম, ইউনিসেফের বরিশাল বিভাগের চিফ ফিল্ড অফিসার ইমানুয়েল গাই মাবর, ইউনিসেফের ওয়াশ (ওয়াটার অ্যান্ড স্যানিটেশন) কর্মকর্তা মো. ফোরকান আহমেদ, ইউনিসেফের চাইল্ড প্রটেকশন অফিসার মমিনুনেছা শিখা, প্লানিং অ্যান্ড মনিটরিং অফিসার আলমুমিন মো. গোলাম সারওয়ার এবং এডুকেশন অফিসার রুবাইয়া মনজুর প্রমুখ।

এসময় আরো বক্তব্য রাখেন-কোস্ট ট্রাস্ট এর টিম লিডার রাশিদা বেগম, এলজিসি প্রকল্পের জেলা সমন্বয়কারী আবদুস সালাম, প্রথম আলোর জেলা প্রতিনিধি নেয়ামতউল্যাহ, কোস্ট ট্রাস্ট আইসিএম সহকারী প্রকল্প সমন্বয়কারী দেবাশীষ মজুমদার, নলীনি দাশ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম সাহা, আইসিএম প্রকল্পের অ্যাডভোকেসি অ্যান্ড মিডিয়া অফিসার আদিল হোসেন তপু প্রমুখ।  

অনুষ্ঠান সঞ্চালনা করেন-কোস্ট ট্রাস্ট আইইসিএম প্রকল্পের প্রজেক্ট সমন্বয়কারী মো. মিজানুর রহমান।
 
সভায় বলা হয়, বে-সরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্ট গত ৩ বছর ধরে সরকারের পাশাপাশি ভোলা তিন উপজেলা ভোলা, লালমোহন ও চরফ্যাশনে বাল্যবিয়ে প্রতিরোধে ও আটশ’ কিশোরী ক্লাব নিয়ে ধারাবাহিকভাবে শিশু সুরক্ষায় কাজ করে যাচ্ছে। এর অংশ হিসেবে আগামীতে মনপুরা উপজেলায় কাজ করতে যাচ্ছে। ইতোমধ্যে এই প্রকল্পের মাধ্যমে কিশোর-কিশোরীদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে। গত এক বছরে এ প্রকল্পের মাধ্যমে ১৩৮টি বাল্যবিয়ে বন্ধ করা হয়।  

এছাড়াও শিশু বিয়ে হ্রাস করতে ও প্রতিবন্ধী শিশুসহ প্রায় ৫০৮ জন শিশুকে “শিশু সুরক্ষা বৃত্তি ” দেওয়া হয়। আগামীতে ভোলা জেলাকে বাল্যবিয়ে মুক্ত জেলা করতে সরকারের পাশাপাশি কোস্ট ট্রাস্ট চারটি উপজেলায় কাজ করবে।  

এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. মাসুদ আলম সিদ্দিক বলেন, দেশের আর্থ সামাজিক উন্নয়নে বাল্যবিয়ে একটি বড় বাধা। এর ফলে আমাদের সমাজের মেয়েরা সঠিকভাবে বেড়ে উঠতে পারে না। তাই শিশু বিয়ে বন্ধে আমাদের সবাইকে সচেতন হতে হবে।  

তিনি আরো বলেন, বাল্যবিয়ে সংকুচিত করে দেয় নারীর পৃথিবী। সামাজিক সচেতনতা আর সম্মিলিত প্রচেষ্টাই কেবল বাল্যবিয়ে রোধ করে সুন্দর সমাজ গড়ে তুলতে পারবে।  

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।