মঙ্গলবার (২ অক্টোবর) দুপুর ২টায় ও সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ওই দু’জনকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত রাশেদের সহকর্মী শিমুল বাংলানিউজকে জানান, তারা ডেমড়া স্টাফ কোয়ার্টার হাজীনগর এলাকায় ভবন নির্মাণের জন্য পাইলিংয়ের কাজ করছিলেন। কাজ করার সময় রাশেদের হাতে থাকা একটি লোহা পাইপ পাশের বিদ্যুতের তারের সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে নিহত মিলনের সহকর্মী মেহেদী হাসান জানান, মুগদা টিটিপাড়া এলাকার এনএস সিএনজি পাম্পে কাজ করেন তারা। মিলন সন্ধ্যায় পাম্পের ভিতরে মোটরের পানি দিয়ে একটি গাড়ি ধোয়ার কাজ করছিল। কাজ করার সময় পাশের একটি বিদ্যুতের তারের সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন পড়েন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে পৃথক দু’টি ঘটনায় মৃত্যুর বিষয় নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ দু’টি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৮
এজেডএস/জিপি