ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গান্ধীর আদর্শ অনুসরণেই বিশ্ব শান্তি প্রতিষ্ঠা সম্ভব

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪১ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৮
গান্ধীর আদর্শ অনুসরণেই বিশ্ব শান্তি প্রতিষ্ঠা সম্ভব মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে হর্ষ বর্ধন শ্রিংলা/ছবি: শাকিল

ঢাকা: ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রদূত ও অহিংস আন্দোলনের প্রতীক মহাত্মা গান্ধীর আদর্শ অনুসরণের মধ্যে দিয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা সম্ভব। মহাত্মা গান্ধীর আদর্শ ও শিক্ষা সারা বিশ্বের মানব সমাজের মধ্যে ছড়িয়ে দিতে হবে।

মঙ্গলবার (০২ অক্টোবর) ভারতীয় হাইকমিশনে মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আলোচকরা এসব কথা বলেন।

ঢাকার ভারতীয় হাইকমিশন ও গান্ধী আশ্রম ট্রাস্ট যৌথ ভাবে মহাত্মা গান্ধীর জন্ম বার্ষিকীর অনুষ্ঠান আয়োজন করে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা, গান্ধী আশ্রম ট্রাস্টের সভাপতি ও দৈনিক জনকণ্ঠের নির্বাহী সম্পাদক স্বদেশ রায়। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

মোহনদাস করমচাঁদ গান্ধী বা মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, গান্ধীজী সারা জীবন অহিংস আন্দোলন করেছেন। শান্তির বাণী শুনিয়েছেন। বর্তমান বিশ্বে যখন উগ্রাবাদ মাথা চাড়া দিয়ে উঠেছে, তখন গান্ধীর আদর্শ আমাদের অনুসরণ করতে হবে। তার আদর্শ অনুসরণের মধ্যে দিয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা সম্ভব। মহাত্মা গান্ধীর আদর্শ ও শিক্ষা সারা বিশ্বের মানব সমাজের মধ্যে ছড়িয়ে দিতে হবে।

গান্ধীজীর আলোচনা অনুষ্ঠানে স্বদেশ রায় বলেন, গান্ধীজী অহিংসার বাণী শুনিয়েছেন। তারও আগে গৌতম বুদ্ধ অহিংসার কথা বলেছেন। তবে এখানে পার্থক্য হলো গান্ধীজী ধর্ম প্রচার করেননি। তিনি রাজনীতি করেছেন। তিনি জাগতিক ভাবেই অহিংসার আদর্শ ছড়িয়ে গেছেন। বর্তমান বিশ্বে আজও মহাত্মা গান্ধীর আদর্শ অনুকরণীয় বলে তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানের শুরুতেই মহাত্মা গান্ধীর ওপরে নির্মিত একটি তথ্য চিত্র  প্রদর্শন করা হয়। এছাড়া গান্ধীজীর প্রিয় ভজন ও রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।  

বাংলাদশে সময়: ১৮.৫৩ ঘন্টা,  ২ অক্টোবর, ২০১৮
টিআর/এসএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।