ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সামিয়াও মোসাদ্দেকের সংসার করবে না

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১০ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৮
সামিয়াও মোসাদ্দেকের সংসার করবে না  সামিয়া ও মোসাদ্দেক

ময়মনসিংহ: ‘সামিয়ার অবস্থান পরিষ্কার। ও কোনো সিদ্ধান্তহীনতায় ভুগছে না। মোসাদ্দেকের সঙ্গে সামিয়া আর সংসার করবে না। মহিলা বিষয়ক কর্মকর্তাকেও ধর্মীয় রেফারেন্স দিয়ে আমি বলেছি, এই সংসার টিকে না। মোসাদ্দেকের মতো সামিয়াও অনড় রয়েছে ডিভোর্সের সিদ্ধান্তে।’

মঙ্গলবার (০২ অক্টোবর) রাত সাড়ে ৯টায় বাংলানিউজের এ প্রতিবেদককে ফোন করে নিজের ছোট বোন সামিয়া শারমিন উষার এমন কঠোর অবস্থান তুলে ধরেন বড় ভাই মোজাম্মেল কবির।

সামিয়া টাইগারদের উদীয়মান তারকা অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতের স্ত্রী।

নিজের বিরুদ্ধে ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে শারীরিক নির্যাতনের অভিযোগে মামলা দায়েরের ১০ দিন আগেই তালাকনামা পাঠিয়েছেন। শুরু থেকেই এমন দাবি করে আসছেন সৈকত ডাক নামে এই ক্রিকেটার।

আদালতে এ মামলা দায়েরের পর বিজ্ঞ বিচারক মামলাটি গ্রহণ করেনি। তবে মহিলা বিষয়ক কর্মকর্তাকে তদন্ত করে আগামী ৮ নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেয়।

আদালতের এমন নির্দেশনার পরিপ্রেক্ষিতেই সমঝোতার জন্য মোসাদ্দেক ও সামিয়াকে মঙ্গলবার জেলা মহিলা বিষয়ক অধিদফতরে পৃথকভাবে ডেকে দীর্ঘক্ষণ কথা বলা হয়।

তদন্তকারী কর্মকর্তা, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার শারমিন শাহজাদী দুপুর থেকে সন্ধ্যা কয়েক দফা সংলাপ-সমঝোতার বিষয়বস্তু বাংলানিউজকে জানিয়ে বলেন, ‘সামিয়া ও তার পরিবার চূড়ান্ত সিদ্ধান্তের জন্য একদিন সময় চেয়েছেন।

তাদের সময় দেওয়া হয়েছে। তবে মোসাদ্দেক ডিভোর্সের সিদ্ধান্তের বিষয়ে অনড়।

এসব ঘটনা প্রবাহের আলোকে ‘ডিভোর্সে অনড় মোসাদ্দেক, সিদ্ধান্তহীনতায় সামিয়া’ শিরোনামে বাংলানিউজে সংবাদ প্রকাশিত হয়। এরই সূত্র ধরে সামিয়ার বড় ভাই মোজাম্মেল কবির বাংলানিউজের কাছে ফোন করে সামিয়া ও তার পরিবারের অবস্থান খোলাসা করেন।

মোজাম্মেল বাংলানিউজকে বলেন, ‘ডিভোর্সের বিষয়ে নয়, মহিলা বিষয়ক কর্মকর্তা সামগ্রিক বিষয় নিয়ে আমাদের একটি প্রপোজাল দিয়েছেন, সেজন্য আমরা একদিন সময় নিয়েছি। ’

তবে একই বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ জেলা মহিলা বিষয়ক অধিদফতরের প্রোগ্রাম অফিসার শারমিন শাহজাদী বাংলানিউজকে বলেন, ‘সামিয়া ও তার পরিবার মৌখিকভাবে সংসার না করার কথা জানিয়েছে। কিন্তু তারা লিখিতভাবে এ বিষয়টি আমাদের জানায়নি। তারা একদিন সময় চেয়েছে।

তিনি বলেন, বুধবার (০৩ অক্টোবর) সামিয়ার পরিবারকে ফোন করা হবে। তারা কবে লিখিত জবানবন্দি নিয়ে আমার এখানে আসবেন সে বিষয়টি তখন নিশ্চিত হওয়া যাবে।    

** ডিভোর্সে অনড় মোসাদ্দেক, সিদ্ধান্তহীনতায় সামিয়া

বাংলাদেশ সময়: ০০০৬ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৮
এমএএএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।