ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ১৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৮
মানিকগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ১৩

মানিকগঞ্জ: মাদকবিরোধী অভিযানে মানিকগঞ্জের বিভিন্ন এলাকা থেকে ১৩ জন মাদকসেবীকে আটক করেছে পুলিশ। আটকদের কাছ থেকে ৫৪ পিস ইয়াবা ও ১ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (০২ অক্টোবর) ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পযর্ন্ত পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

মানিকগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার হামিদুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বুধবার সকাল ১০টার দিকে সাংবাদিকদের এ খবর নিশ্চিত করেন।

তিনি জানান, চলমান মাদকবিরোধী অভিযানে জেলার বিভিন্ন এলাকা থেকে ১৩ জনকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে বলেও জানান হামিদুর রহমান।

বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৮
কেএসএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।