মঙ্গলবার (০২ অক্টোবর) রাতে নিহতদের পরিবারের পক্ষ থেকে টঙ্গী পূর্ব থানায় মামলাটি দায়ের করা হয়।
নিহতরা হলেন- ময়মনসিংহের মুক্তাগাছা থানার গড়বাজাইল এলাকার রফিকুল ইসলামের ছেলে তাইজুল ইসলাম (১৮), নেত্রকোনা সদর থানার নাড়িয়া এলাকার সাহেব আলীর ছেলে সামসুল হক (২০) ও ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার সমর আলীর ছেলে লাল চান (২০)।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, টঙ্গীর বিসিক এলাকায় ন্যাশনাল ফ্যান কারখানায় হিট মেশিন বিস্ফোরণ হয়ে ৩ জন নিহত এবং কমপক্ষে ৪২ জন আহত হয়। এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে একটি দুর্ঘটনাজনিত মামলা দায়ের করা হয়েছে। মামলায় ওই কারখানায় মালিক, কর্মকর্তা ও কর্মচারীদের আসামি করা হয়েছে।
গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. স মশিউর রহমানকে প্রধান করে একটি ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি ঘটনাটি তদন্ত করছে।
মঙ্গলবার (০২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ওই কারখানার তৃতীয় তলা ভবনের দ্বিতীয় তলায় বিস্ফোরণের ঘটনায় ৩ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়।
বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৮
আরএস/জেডএস