ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৮
যশোরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

যশোর: যশোরে ট্রেনে কাটা পড়ে জসিম উদ্দিন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। 

বুধবার (০৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে শহরের আরবপুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত জসিম উদ্দিন ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার হামিরহাটি গ্রামের বদর উদ্দিনের ছেলে।

রেলক্রসিংয়ের গেটম্যান শহিদুল ইসলাম বলেন, রাজশাহী থেকে আসা সাগরদাড়ী এক্সপ্রেস ট্রেনটি বেলা সাড়ে ১১টার দিকে আরবপুর রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় জসিম উদ্দিন নামের ওই যুবক হাঁটতে হাঁটতে ট্রেনের সামনে চলে যান। পরে চলন্ত ট্রেন তাকে ধাক্কা দেয়।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, জসিম যশোর ক্যান্টনমেন্ট কলেজে লেখাপড়া করতো। বুধবার সকালে সে বাড়ি থেকে যশোর আসে।  

যশোর রেলস্টেশনে কর্মরত জিআইপি ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৮
ইউজি/এএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।