ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

লাকসামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৮
লাকসামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু প্রতীকী

কুমিল্লা: কুমিল্লার লাকসাম উপজেলায় পুকুরে ডুবে মাহি উদ্দিন (৮) ও মোহাম্মদ মোহন (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার উত্তরদা ইউনিয়নের আতাকরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মাহি উদ্দিন উপজেলার গ্রামের মিয়াজি বাড়ির ফয়েজ আহমেদের ছেলে ও মোহন একই বাড়ির সাফায়েত উল্লার ছেলে।

স্থানীয় সূত্র জানা যায়, দুপুরে উপজেলার উত্তরদা ইউনিয়নের আতাকরা গ্রামের মিয়াজি বাড়ির পুকুরের ঘাটলায় শিশু মাহি উদ্দিন ও মোহাম্মদ মোহন খেলা করছিলো। এসময় খেলার ছলে হঠাৎ মোহন পুকুরে পড়ে ডুবে যায়। এক পর্যায়ে মোহনকে বাঁচাতে গিয়ে মাহিও পুকুরে ডুবে যায়। কিছুক্ষণ পর পানিতে ওই দুই শিশুর দেহ ভেসে উঠলে বাড়ির লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আতাকরা গ্রামের বাসিন্দা সমাজসেবক খোরশেদ আলম চৌধুরী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে জানতে লাকসাম থানা পুলিশের ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম জানান, এ বিষয়ে তাদের কেউ অবহিত করেনি।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।