ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

হাতীবান্ধায় স্কুল মাঠ দখলের চেষ্টা, ২ শিক্ষক আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৮
হাতীবান্ধায় স্কুল মাঠ দখলের চেষ্টা, ২ শিক্ষক আহত আহত প্রধান শিক্ষক আতাউর রহমান ও সহকারী শিক্ষক মোকছুদার রহমান

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখলের চেষ্টায় বাধা দিতে গিয়ে দখলকারীদের হামলায় দুই শিক্ষক আহত হয়েছেন।

বুধবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার পূর্ব মধ্য গড্ডিমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- পূর্ব মধ্য গড্ডিমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান ও সহকারী শিক্ষক মোকছুদার রহমান।

স্থানীয়রা জানান, বিদ্যালয় চলাকালিন সময় হঠাৎ করে স্থানীয় সহির উদ্দিনের ছেলে সইদুল ইসলাম লোকজন নিয়ে বিদ্যালয় মাঠ নিজের জমি দাবি করে দখলের চেষ্টা করেন। এসময় বাধা দিতে গেলে তাদের হামলায় ওই দুই শিক্ষক আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

তবে অভিযুক্ত সইদুল বিদ্যালয়ের মাঠ দখলের অভিযোগ অস্বীকার করে বাংলানিউজকে বলেন, শিক্ষকরাই তাদের ওপর হামলা করেছে।

পূর্ব মধ্য গড্ডিমারী সরকারি প্রাথমিক প্রধান শিক্ষক আতাউর রহমান বাংলানিউজকে বলেন, বিদ্যালয় চলাকালিন সময় সাইদুল লোকজন নিয়ে হঠাৎ মাঠ দখলের চেষ্টা করেন। এসময় বাধা দিলে তারা হামলা চালায়। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ওই বিদ্যালয়ের সভাপতি অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আহত শিক্ষকদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বাংলানিউজকে বলেন, বিদ্যালয়ের মাঠ দখলের বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।