বুধবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ সংঘর্ষ হয়।
নিহত ইব্রাহিম বুড়িচং পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর মাউদ গাজী বাড়ির ছেলে।
পীরযাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন জাহের জানান, দুপুরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ চলাকালে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ইব্রাহিমকে হত্যা করা হয়। আরও তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। পরে বিস্তারিত জানাবো।
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৮
আরআর