ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

র‌্যাবের এএসপি পরিচয়ে ৯ বিয়ে, প্রতারক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪০ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৮
র‌্যাবের এএসপি পরিচয়ে ৯ বিয়ে, প্রতারক গ্রেফতার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) এএসপির পরিচয় দেওয়া এক প্রতারককে গ্রেফতার করা হয়েছে। 

মঙ্গলবার (২ অক্টোবর) রাতে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকা থেকে মো. শাহীন আলম তারেক ওরফে লিটন ওরফে এএসপি সজিব (২৯) নামের ওই প্রতারককে গ্রেফতার করা হয়।
 
বুধবার (৩ অক্টোবর) র‌্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সজিব একজন পেশাদার প্রতারক চক্রের সদস্য।

তিনি র‌্যাব-১১ এর এএসপি পরিচয়ে এ পর্যন্ত নয়টি বিয়ে করেছেন। প্রতারক সজিব দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ এলাকায় র‌্যাবের এএসপি হিসেবে পরিচয় দিয়ে সাধারণ লোকের কাছ থেকে উৎকোচ গ্রহণ করাসহ বিভিন্ন অপরাধ করছিলেন।  
 
র‌্যাব জানায়, র‌্যাব-১১ এর আভিযানিক দল তার কাছে বিপুল পরিমাণ বিয়ের দাওয়াত কার্ড জব্দ করে। এগুলো পর্যালোচনা করে দেখা যায় কার্ডগুলো তার নিজের বিয়ের, সেখানে বর হিসেবে সজিবের নাম লেখা। দাওয়াত কার্ডগুলোর উপরে র‌্যাব ও পুলিশের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তার নাম-ঠিকানা লেখা।
 
এ সম্পর্কে সজিব জানান, তিনি সাতদিন আগে সানারপার এলাকায় তার নবম বিয়ে সম্পন্ন করেছেন।  

এছাড়া তিনি নারারায়ণগঞ্জ ও তার আশেপাশের এলাকা থেকে বিদেশে লোক পাঠানোর কথা বলে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
 
সজিব শিমরাইল এলাকার হাজী মোহাম্মদ শহীদুল্লাহর ছেলে। তার বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার এখলাসপুরে।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।