ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পূজায় সর্বোচ্চ নিরাপত্তা নেওয়া হয়েছে: আরএমপি কমিশনার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২২ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৮
পূজায় সর্বোচ্চ নিরাপত্তা নেওয়া হয়েছে: আরএমপি কমিশনার আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা

রাজশাহী: আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদযাপনের জন্য এবার সর্বোচ্চ নিরাপত্তা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার।

বুধবার (০৩ অক্টোবর) বিকেলে মহানগর পুলিশ সদর দপ্তরের কনফারেন্স রুমে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার বিপিএম এতে সভাপতিত্ব করেন।

 

অন্যদের মধ্যে আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সুজায়েত ইসলাম, ডিসি (সদর) তানভীর হায়দার চৌধুরী, পুলিশের বিভিন্ন বিভাগের কর্মকর্তাসহ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজশাহী মহানগরী শাখার সভাপতি অলোক কুমার দাস, সেক্রেটারি অ্যাডভোকেট শরৎচন্দ্র সরকার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অনিল কুমার, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ রাজশাহী মহানগর শাখার সভাপতি ড. সুজিত কুমার সরকার, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ রাজশাহী মহানগর শাখার সেক্রেটারি শ্যামল কুমার ও হিন্দু সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এবার রাজশাহী মহানগরী এলাকায় পূজামন্ডপের সংখ্যা ৯৭টি। মতবিনিময় সভায় আসন্ন দুর্গাপূজায় রাজশাহী মহানগরী এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক ও স্থিতিশীল থাকে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় উপস্থিত হিন্দু সম্প্রদায়ের নেতারা আইন-শৃখলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন।  

পুলিশ কমিশনার বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে আরএমপি’র পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা থাকবে এবং এরইমধ্যে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। তিনি গুরুত্বপূর্ণ পূজামন্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের জন্য নেতাদেরকে আহ্বান জানান। পূজামন্ডপগুলোতে পুরুষ ও নারীদের জন্য পৃথক প্রবেশ ও নির্গমন লাইন রাখার জন্য পরামর্শ দেন। থানার অফিসার ইনচার্জদেরকে পূজা কমিটির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার নির্দেশ দেন এবং ট্রাফিক বিভাগকে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করার জন্য নির্দেশ প্রদান করেন। প্রতিটি পূজামন্ডপে স্বেচ্ছাসেবক দল রাখার ব্যাপারে বিশেষভাবে গুরুত্ব আরোপ করেন। প্রতিটি পূজামন্ডপ কমিটিকে সাম্প্রদায়িক সম্প্রীতি কমিটি গঠনের আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৮
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।