ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কোটা বহাল চায় ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৬ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৮
কোটা বহাল চায় ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ অবস্থান কর্মসূচিতে আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের নেতাকর্মীরা

ঢাকা: মন্ত্রিসভার সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করে সরকারি চাকরিতে সকল গ্রেডে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল রেখে প্রিলিমিনারি থেকে তা বাস্তবায়ন করার দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’।

বুধবার (০৩ অক্টোবর) সংগঠনটির সভাপতি সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শাহীন এবং এর ঢাকা মহানগর শাখার সভাপতি জোবায়দা হক অজন্তা স্বাক্ষরিত বিবৃতিতে জানানো হয়েছে, কোটা নিয়ে মন্ত্রিসভার আজকের সিদ্ধান্ত মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানরা কোনোভাবেই মেনে নিতে পারেন না। এটি মুক্তিযোদ্ধা পরিবারে আঘাত হেনেছে।

জীবন বাজি রেখে যুদ্ধ করে যারা দেশ স্বাধীন করেছেন তাদের আজ বৈষম্যের মধ্যে পড়তে হয়েছে।

এর আগে বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ সংগঠনের আয়োজিত অবস্থান কর্মসূচিতে বক্তারা মন্ত্রিসভার এ সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করে সরকারি চাকরিতে সকল গ্রেডে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল রেখে প্রিলিমিনারি থেকে তা বাস্তবায়ন করার দাবি জানান।

এদিকে, সরকারি চাকরিতে সরাসরি নিয়োগে প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে বিদ্যমান কোটা পদ্ধতি তুলে দিয়ে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বুধবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে কোটা পর্যালোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।