বুধবার (০৩ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে কবির হোসেন নামে আরও একজনের মৃত্যু হয়েছে। ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত কবির হোসেন ৬৩ শতাংশ দগ্ধ ছিলেন। এছাড়া মঙ্গলবার (২ অক্টোবর) রাত ৯টার দিকে মগবাজার এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লাল চান (২০) নামে এক যুবকের মৃত্যু হয়।
এ ঘটনায় দগ্ধ অবস্থায় ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন ছয়জন। তারা হলেন-কারখানার কর্মচারী লাল চাঁন (২০), রনি (২০), রিপন (১৭), আসিফ (১৬), তানজিনা (১৮) ও কাকলী (১৬)।
এরআগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গীতে ন্যাশনাল ফ্যান কারখানার তৃতীয় তলা ভবনের দ্বিতীয় তলায় হিট মেশিনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান বাংলানিউজকে বলেন, সকালে টঙ্গীর বিসিক শিল্প এলাকায় ন্যাশনাল ফ্যান কারখানায় হিট মেশিনের বিস্ফোরণ ঘটে। এতে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আধাঘণ্টা চেষ্টা করে আগুন নেভান। এ ঘটনায় ৩০ থেকে ৪০ জন দগ্ধ হন। তাদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। এছাড়া বিস্ফোরণে ওই কারখানার জানালার কাচ ও দরজার ভেঙে গেছে। তবে আগুনে তেমন ক্ষতি হয়নি।
তিনি আরও বলেন, কারখানার দ্বিতীয় তলায় ফ্যান রঙ করে হিট মেশিন দিয়ে তা শুকানো হতো।
বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৮
এজেডএস/ওএইচ/