ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ৭ মাদক বিক্রেতা-জুয়াড়ি আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৪ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৮
ময়মনসিংহে ৭ মাদক বিক্রেতা-জুয়াড়ি আটক আটক ৭ মাদক বিক্রেতা-জুয়াড়ি, ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহে পৃথক অভিযানে পাঁচ মাদক বিক্রেতা ও দুই জুয়াড়িকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (০৩ অক্টোবর) সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল।  

তাতে বলা হয়, ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া এলাকা থেকে মঙ্গলবার (২ অক্টোবর) অভিযান চালিয়ে ১২০ গ্রাম হেরোইনসহ তিন মাদক বিক্রেতাকে আটক করা হয়।

তারা হলেন- নাসির উদ্দিন (৩০), হায়দার আলী (২৫) ও মশিউর রহমান রানা (২৪)।  

একইদিনে স্থানীয় রাঘপুর ভাই ভাই ফিসারিজের সামন থেকে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় বকুল (৩০) ও সুমন (২৮) নামে দুইজনকে আটক করা হয়।  

সেইসঙ্গে শহরের পাটগুদাম ব্রিজ মোড় এলাকা থেকে ২০ গ্রাম হেরোইনসহ জাহাঙ্গীর আলম (২০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করা হয়।  

এছাড়াও একই সময়ে শহরের মাসকান্দা এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস নেশা জাতীয় ইনজেকশন ও ১০ গ্রাম হেরোইনসহ মাদক বিক্রেতা শাহজাহান ওরফে ইমতিয়াজ রনিকে (৩০) আটক করা হয়।

জানা গেছে, বুধবার (০৩ অক্টোবর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলাও দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৮ 
এমএএএম/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।