ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সিনহার বিরুদ্ধে হুদার মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫১ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৮
সিনহার বিরুদ্ধে হুদার মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগ সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ও সাবেক মন্ত্রী নাজমুল হুদা

ঢাকা: সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে সাবেক মন্ত্রী ও আইনজীবী নাজমুল হুদার করা ঘুষ দাবির মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এ জন্য বুধবার (০৩ অক্টোবর) বিকেলে দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করেছে কমিশন। অার এ তদন্তের তদারক করবেন দুদকের মহাপরিচালক খান মো. নুরুল আমিন।

দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে গত ২৭ সেপ্টেম্বর নিজ কার্যালয়ে ডেকে নিয়ে ৩ কোটি ২৫ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ এনে এস কে সিনহার বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্সের (বিএনএ) সভাপতি নাজমুল হুদা।  

অন্যদিকে, আমেরিকার নিউজার্সিত ২ লাখ ৮০ হাজার ডলার পাচারের মাধ্যমে বাড়ি কেনায় এসকে সিনহার ভাই অনন্ত সিনহার বিরুদ্ধে তদন্ত করছে দুদক। এ বাড়িতেই থাকছেন এসকে সিনহা।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৮
আরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।