ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৩ লাখ টাকার গাঁজা জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৮
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৩ লাখ টাকার গাঁজা জব্দ কোস্টগার্ডের হেফাজতে জব্দ হওয়া গাঁজা ও বিয়ার। ছবি: বাংলানিউজ

কক্সবাজার: কক্সবাজারে টেকনাফের সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ এলাকা অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজা জব্দ করেছে কোস্টগার্ড। 

বুধবার ( ৩ অক্টোবর) রাতে এ অভিযান চালানো হয়।

কোস্টগার্ড টেকনাফ সিজি স্টেশনের লেফটেন্যান্ট. কমান্ডার আব্দুল্লাহ আল মারুফ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত দিলে বোটটি না থামিয়ে দুইটি প্লাস্টিকের  বস্তা পানিতে ফেলে দ্রুত মিয়ানমার সীমানার দিকে পালিয়ে যায়। পরে বস্তা দুটি উদ্ধার করে তাদের ফেলে যাওয়া ৬০ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দ হওয়া গাঁজার  আনুমানিক বাজার মূল্য ১২ লাখ টাকা।                                                                                                   

এদিকে এদিন সন্ধ্যায় কোস্টগার্ডের একটি দল টেকনাফ সাইরন খালের পাশে অভিযান পরিচালনা করে। পরে সেখান থেকে  পরিত্যক্ত অবস্থায় ২৪০ ক্যান সিংহা বিয়ার উদ্ধার করে। যার বাজার মূল্য  আনুমানিক  ১ লাখ ২০ হাজার টাকা। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।  

জব্দ কৃত গাঁজা ও বিয়ার টেকনাফ থানায় হস্তান্তর করা হবে বলেও জানান কমান্ডার আল মারুফ।

বাংলাদেশ সময়: ০৭১৭ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৮
আরআইএস/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।