বৃহস্পতিবার (৪ অক্টোবর) সকাল ১০টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের দায়িত্বরত ব্যক্তিরা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক আবদুল্লাহ জানান, মাওয়া ঘাটে ফেরি চলাচলে বিঘ্ন হওয়ায় বাড়তি যানবাহনের চাপ রয়েছে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায়।
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট-বড় মিলে ১৭টি ফেরি চলাচল করছে। কিন্তু দৌলতদিয়া ফেরিঘাটে নাব্যতা সংকট দেখা দেওয়ায় সেখানে ড্রেজিং কার্যক্রম চলছে। যে কারণে ফেরি চলাচলেও কিছুটা বিঘ্ন ঘটছে। ফলে ভোগান্তি বাড়ছে ফেরিঘাট এলাকায়।
সবশেষ দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় তিন শতাধিক পণ্যবাহী ট্রাক নৌরুট পারের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।
মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী জেনারেল ম্যানেজার জিল্লুর রহমান জানান, অন্য সময়ের চেয়ে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় বাড়তি যানবাহনের চাপ রয়েছে বেশি। যাত্রী ভোগান্তির বিষয়টি বিবেচনা করে সাধারণ পণ্যবাহী ট্রাক পারাপার করা হচ্ছে সীমিতভাবে।
যে কারণে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বড় হচ্ছে অপেক্ষামাণ সাধারণ পণ্যবাহী ট্রাকের লাইন। সবশেষ পাটুরিয়া ফেরিঘাট এলাকায় তিন শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা রয়েছে। সিরিয়াল অনুযায়ী সেখান থেকে কিছু কিছু ট্রাক নৌরুট পারাপার করা হচ্ছে। তবে যাত্রীবাহী বাস ও ছোট গাড়ির অপেক্ষমান লাইন নেই।
বাংলাদেশ সময়: ১০৪৪ ঘন্টা, সেপ্টেম্বর ৪, ২০০১৮
কেএসএইচ/আরআর