বৃহস্পতিবার (০৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সরাইল-আলিনগর আঞ্চলিক সড়কের আলিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একই এলাকার শাহ মোহাম্মদ ফুয়াদের ছেলে মাহি উপজেলার মীর সরাইল প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে মাহি প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিল। এসময় বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা এ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক সৈয়দ আরিফুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন ভূইয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৮
এসআই