ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কেশবপুরে কিশোরকে গলাকেটে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৮
কেশবপুরে কিশোরকে গলাকেটে হত্যা

যশোর: যশোরের কেশবপুরে তরিকুল ইসলাম (১৪) নামে এক কিশোরকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৩ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার সাতবাড়িয়া গ্রামের পাঁচআনী পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত তরিকুল ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে।

শিশু তরিকুল আশপাশের ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতো।

নিহতের পরিবার ও প্রতিবেশীরা বাংলানিউজকে জানান, দরিদ্র পরিবারের শিশু তরিকুল ইটভাটায় কাজ করে, আর বাবা কাঠমিস্ত্রি। বুধবার তরিকুলের বাবা-মা আত্মীয় বাড়িতে বেড়াতে যায়। ভাই-ভাবী ও তরিকুল বাড়িতেই ছিল। রাত ১২টার দিকে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়ে তরিকুল। কিন্তু সকালে বাড়ির সামনের শিশু বাগানে তরিকুলের গলা কাটা মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

কেশবপুর থানার উপ পরিদর্শক (এসআই) ফেরদৌস রহমান বাংলানিউজকে জানান, মরদেহের সুরতহাল দেখে ধারণা করা হচ্ছে শিশুটিকে গলাকেটে হত্যা করা হয়েছে। তবে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির চাচা মোকসেদ আলীকে থানায় নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করে দ্রুত জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে ।

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৮
ইউজি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।