বৃহস্পতিবার (০৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে টেকনাফ স্থল বন্দরের উত্তরপাশে জালিয়ার দ্বীপ সংলগ্ন নাফ নদী থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়।
টেকনাফ বন্দরের এক শ্রমিক জানান, সকাল সাড়ে ১১টার দিকে জালিয়ার দ্বীপের পাশে দু’টি মরদেহ ভাসতে দেখে তারা পুলিশকে খবরকে খবর দেন।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া বাংলানিউজকে জানান, মরদেহ দু’টি উদ্ধার করা হয়েছে। তবে কারও নাম-পরিচয় জানা যায়নি। দুইজনের বয়স ২৫-২৬ বছরের মধ্যে হবে। এ বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৮
ওএইচ/