শাহীন উপজেলা কালিজুড়ি গ্রামের নুর হোসেনের ছেলে।
বুধবার (০৩ অক্টোবর) দিনগত রাতে ভারতের সীমান্তবর্তী কানাইঘাট উপজেলা সদরের উত্তরবাজার থেকে তাকে আটক করা হয়।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র্যাব সদস্যরা তাকে আটক করলেও দোলোয়ার হোসেন (৩২) নামে সঙ্গীয় অপর মাদকবিক্রেতা পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে আটক শাহীনের কাছ থেকে ৩ হাজার ৮পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ১৯ লাখ টাকা হবে। এছাড়া শাহীনকে বিজ্ঞাসাবাদে দোলোয়ারের পরিচয় জানা যায়। দোলোয়ার গোয়াইনঘাটের লাতু গ্রামের আব্দুর রজাক হাজির ছেলে। তাকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে আটক শাহীনকে মামলার প্রেক্ষিতে কানাইঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৮
এনইউ/ওএইচ/