খলিলুর রহমান নান্টু ঝালকাঠির লেশ প্রতাপ গ্রামের মৃত আ. খালেকের ছেলে। তিনি একটি হত্যা মামলায় হাজতি হিসেবে কারাগারে ছিলেন।
বুধবার (০৩ অক্টোবর) দিনগত রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর শারীরিক অসুস্থতার কারণে তাকে ঝালকাঠি জেলা কারাগার থেকে বরিশালে পাঠানো হয়। সেখানে অসুস্থ হয়ে পড়লে বুধবার রাতে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে তার মৃত্যু হয়।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (০৪ অক্টোবর) সকালে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময় : ১২৪০ ঘন্টা, অক্টোবর ০৪, ২০১৮
এমএস/ওএইচ/