আটক ব্যক্তিরা হলেন-পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার চড়কডাঙ্গা গ্রামের আবু সাঈদ আনসারী (২৩), ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই এলাকার শেখ আব্দুস সালামের মেয়ে উর্মি খাতুন (২১) ও তামিনগর গ্রামের সমেজ উদ্দিন শিকদারের ছেলে হাবিবুর রহমান (২৫)।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, নাশকতার পরিকল্পনা হচ্ছে এমন খবর পেয়ে ভোরে হোটেল ড্যাফোডিলে অভিযান চালিয়ে নারীসহ তিনজনকে আটক করা হয়।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন যে আবু সাঈদের সঙ্গে ফেসবুকের মাধ্যমে উর্মির প্রেমের সম্পর্ক হয়। তাই তারা এখানে দেখা করতে এসেছেন। তবে, পুলিশের কাছে তথ্য রয়েছে, তারা শহরের বিভিন্ন স্থানে হামলা করার জন্য জড়ো হয়েছিলেন।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৮
এসআই