ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সরাইলে প্রতিবন্ধী কিশোরীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৮
সরাইলে প্রতিবন্ধী কিশোরীর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নে খাদিজা (১৪) নামে এক মানসিক ভারসাম্যহীন (প্রতিবন্ধী) কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) সকালে ইউনিয়নের জিপপুর গ্রামের নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত খাদিজা ওই এলাকার হাকিম মিয়ার মেয়ে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন ভূঁইয়া বাংলানিউজকে বলেন, সকালে খাদিজার মৃত্যুর খরব পেয়ে পুলিশ তার বাড়িতে গিয়ে মরদেহ উদ্ধার করে। এসময় মরদেহটি খাটে শোয়ানো ছিল। তবে পরিবারের লোকজনের দাবি খাদিজা মানসিক ভারসাম্যহীন ছিল। তারা ঝুলন্ত অবস্থা থেকে মরদেহটি নামিয়ে খাটে ওপর রেখেছেন।

ওসি আরও বলেন, নিহত ওই কিশোরীর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।