বৃহস্পতিবার (৪ অক্টোবর) সকালে ইউনিয়নের জিপপুর গ্রামের নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত খাদিজা ওই এলাকার হাকিম মিয়ার মেয়ে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন ভূঁইয়া বাংলানিউজকে বলেন, সকালে খাদিজার মৃত্যুর খরব পেয়ে পুলিশ তার বাড়িতে গিয়ে মরদেহ উদ্ধার করে। এসময় মরদেহটি খাটে শোয়ানো ছিল। তবে পরিবারের লোকজনের দাবি খাদিজা মানসিক ভারসাম্যহীন ছিল। তারা ঝুলন্ত অবস্থা থেকে মরদেহটি নামিয়ে খাটে ওপর রেখেছেন।
ওসি আরও বলেন, নিহত ওই কিশোরীর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৮
জিপি