ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মাদক মামলায় ঝিনাইদহে ২ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৮
মাদক মামলায় ঝিনাইদহে ২ জনের যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত দুই আসামি। ছবি: বাংলানিউজ

ঝিনাইদহ: ঝিনাইদহে মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (০৪ অক্টোবর) দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. গোলাম আযম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত হারুন অর রশিদ যশোর কোতয়ালী থানার চাউলিয়া গ্রামের মৃত আব্দুল গনি মিয়ার ছেলে ও গোলাম মোস্তফা ঝিনাইদহ সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের হারেজ বিশ্বাসের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় শহরের বিসিক শিল্প এলাকা থেকে ৫০০ বোতল ফেনসিডিল ও একটি ট্রাকসহ চালক হারুন অর রশিদকে আটক করে র‌্যাব। এ ঘটনায় ওইদিন চালক ও মালিক গোলাম মোস্তফার বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মামলা করা হয়। দীর্ঘ তদন্ত ও শুনানী শেষে আদালত দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেন।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।