এর আগে মেলা উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে টাউন হল প্রাঙ্গণে এসে শেষ হয়।
এতে প্রধান অতিথি ছিলেন শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। এসময় আরও উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব আব্দুল্লাহ আল মোহসীন চৌধুরী, জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, পৌর মেয়র মো. রফিকুল আলম প্রমুখ।
এদিকে মেলায় সরকারি প্রতিষ্ঠান, সংস্থা, এনজিও সংগঠনের ৫৭টি স্টল রয়েছে। সেখানে স্ব স্ব বিভাগের উন্নয়নমূলক কর্মকাণ্ডের অডিও, ভিডিও প্রদর্শন করা হচ্ছে। মেলা চলবে আগামী ৬ অক্টোবর পর্যন্ত।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৮
এডি/আরআর