বৃহস্পতিবার (০৪ অক্টোবর) উপজেলার গোয়ালাবাজারের ব্রাহ্মণগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট কেন্দ্রীয় বাস ট্রার্মিনাল থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী হবিগঞ্জ এক্সেপ্রেস বাস উল্লিখিত স্থানে গেলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে ধাক্কা লাগে।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমল ভৌমিক বাংলানিউজকে বলেন, আহতদের মধ্যে কার চালকসহ চার জনের অবস্থা খুবই গুরুতর।
এদিকে, ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত যানবাহন দু’টি উদ্ধার করা হয়েছে জানিয়েছেন হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন।
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৮
এনইউ/টিএ