বৃহস্পতিবার (৪ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ-বিস মিলনায়তনে পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তির বাস্তবায়নের গুরুত্ব নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন ল্যাসিনা জারবো।
আলোচনা অনুষ্ঠানে জারবো বলেন, পরমাণু অস্ত্র নিরোধ চুক্তিতে বাংলাদেশ স্বাক্ষর করেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিস চেয়ারম্যান মুন্সী ফয়েজ আহমদ। এতে স্বাগত বক্তব্য রাখেন বিস মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আবদুর রহমান। অনুষ্ঠানে ঢাকার বিভিন্ন দূতাবাস, মন্ত্রণালয়, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
তিনদিনের সফরে গত ৩ অক্টোবর বাংলাদেশে এসেছেন সিটিবিটিও নির্বাহী সচিব ল্যাসিনা জারবো। ২০১৩ সালের ১ আগস্ট দায়িত্ব গ্রহণের পর বর্তমানে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালনকারী জারবো এবারই প্রথম বাংলাদেশে এলেন।
বৃহস্পতিবার (৪ অক্টোবর) বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন ল্যাসিনা জারবো। রাতে হোটেল সোনারগাঁওয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। বাংলাদেশ সফরকালে তিনি পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য বৈঠকে অংশ নেবেন। সফর শেষে ল্যাসিনা জারবো ঢাকা ছাড়বেন ৬ অক্টোবর।
বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৮
টিআর/এএ