ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে জনতার হাতে ৬ নৌ-ডাকাত আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৮
সিরাজগঞ্জে জনতার হাতে ৬ নৌ-ডাকাত আটক

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ছয় নৌ-ডাকাতকে আটক করে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

শনিবার (১৩ অক্টোবর) গভীর রাতে সদর উপজেলার শিমলা চর এলাকায় যমুনা নদী থেকে নৌকাসহ তাদের আটক করা হয়। রোববার (১৪ অক্টোবর) সকালে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

 

আটক নৌ-ডাকাতরা হলেন- হালিম (২৪), তুষার (২০), বেলাল (২৪), সোহাগ (২০), শাহাদত (২৫) ও রনি (২৪)। এদের মধ্যে গণধোলাইয়ে আহত রনি ও শাহাদতকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, শনিবার রাতে যমুনা নদীতে নৌকাযোগে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ওই ছয় নৌ-ডাকাত। এলাকাবাসী ডাকাতদের উপস্থিতি টের পেয়ে তাদের ঘিরে ফেলে। একপর্যায়ে ছয় জনকে আটক করে গণধোলাই দেওয়া হয়।  

রোববার সকালে ওই ছয় ডাকাতকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।