ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কোটা বহাল দাবিতে কুষ্টিয়ায় সড়ক ও রেলপথ অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৮
কোটা বহাল দাবিতে কুষ্টিয়ায় সড়ক ও রেলপথ অবরোধ কোটা বহালের দাবিতে মানববন্ধন

কুষ্টিয়া: প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা বাতিলের প্রতিবাদ এবং কোটা বহালের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন এবং রেলপথ ও সড়ক অবরোধ করেছে মুক্তিযোদ্ধারা। 

রোববার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া শহরের মজমপুর গেটে মানববন্ধন শেষে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্যরা।  

এ সময় দেশের উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এছাড়া এ সময় গোয়ালনন্দ থেকে পোড়াদহগামী সাটল ট্রেনকে বেশ কিছুক্ষণ আটকে রাখার ফলে বন্ধ হয়ে যায় রেল যোগাযোগ।  

কুষ্টিয়া মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মানিক ঘোষের নেতৃত্বে কর্মসূচিতে মুক্তিযোদ্ধারা তাদের সন্তান, নাতি, শিক্ষক ও সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার নারী-পুরুষ অংশ নেন।

এ সময় বক্তারা মুক্তিযোদ্ধাদের ৩০ ভাগ কোটা পুনরায় বহাল রাখার দাবি জানান।  

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।