রোববার (১৪ অক্টোবর) বিকেলে উপজেলার বড়াইগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাকিব পার্শ্ববর্তী গুরুদাসপুর উপজেলার চাপিলা গ্রামের আবুল হোসেনের ছেলে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) দিলীপ কুমার দাস বাংলানিউজকে জানান, বিকেলে বড়াল হোটেল সংলগ্ন তার মালিকের নিজ বাড়িতে পেঁপে পাড়ার জন্য গাছে ওঠেন রাকিব। এ সময় পেঁপে গাছ হেলে পাশের বিদ্যুতের তারের ওপর পড়ে যায়। এতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই রাকিবের মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৮
এসআরএস