ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বড়াইগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হোটেল কর্মচারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৮
বড়াইগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হোটেল কর্মচারীর মৃত্যু

নাটোর: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাকিব হোসেন (২৩) নামে এক হোটেল কর্মচারীর মৃত্যু হয়েছে।

রোববার (১৪ অক্টোবর) বিকেলে উপজেলার বড়াইগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

রাকিব পার্শ্ববর্তী গুরুদাসপুর উপজেলার চাপিলা গ্রামের আবুল হোসেনের ছেলে।

তিনি বড়াইগ্রাম থানা মোড়ের ছহির উদ্দিনের মালিকানাধীন বড়াল হোটেলের কর্মচারী ছিলেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) দিলীপ কুমার দাস বাংলানিউজকে জানান, বিকেলে বড়াল হোটেল সংলগ্ন তার মালিকের নিজ বাড়িতে পেঁপে পাড়ার জন্য গাছে ওঠেন রাকিব। এ সময় পেঁপে গাছ হেলে পাশের বিদ্যুতের তারের ওপর পড়ে যায়। এতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই রাকিবের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।