ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীর উত্তরায় গুলিবিদ্ধ ডাকাতসহ গ্রেফতার ৬

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
রাজধানীর উত্তরায় গুলিবিদ্ধ ডাকাতসহ গ্রেফতার ৬

ঢাকা: রাজধানীর উত্তরায় ১০নং সেক্টর এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় শামীম (৩৫) নামে এক ডাকাত সদস্যসহ ছয়জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। 

রোববার (২২ অক্টোবর) রাত ২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় শামীমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে ডিবি পুলিশের একটি দল।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, রাতে গুলিবিদ্ধ অবস্থায় শামীমকে হাসপাতালে নিয়ে আসা হয়।

পরে তার চিকিৎসা শেষে নিয়ে যাওয়া হয়।

উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার মোফাজ্জল বাংলানিউজকে জানান, এ ঘটনায় মামলা হয়েছে। মামলায় ছয়জনকে গ্রেফতার দেখানো হয়েছে। আসামিরা এখনো ডিবি হেফাজতে রয়েছে।

বিমানবন্দর জোনাল টিমের গোয়েন্দা পুলিশ (ডিবি) এসআই মাসুদুল ইসলাম বাংলানিউজকে জানান, ১০ নম্বর সেক্টর এলাকায় ডিবি পুলিশ সেজে কয়েকজন ভুয়া সদস্য ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। এমন খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানকালে ডাকাত সদস্য শামীমসহ ছয়জনকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
এজেডএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।