ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
গোবিন্দগঞ্জে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ৫০২ পিস ইয়াবাসহ শহিদুল ইসলাম ওরফে কারেন্ট (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২১ অক্টোবর) রাতে উপজেলার কামদিয়া ইউনিয়নের দিঘিরপাড় বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  

শহিদুল ইসলাম জয়পুরহাট জেলার কালাই উপজেলার ভাটাহারা গ্রামের আবেদ আলীর ছেলে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বাংলানিউজকে জানান, আসামি শহিদুল আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য ও মোটরসাইকেল চুরি সিন্ডিকেটের সঙ্গে জড়িত। ডাকাতি ও চুরির পাশাপাশি তিনি মাদক ব্যবসা করতেন। তার বিরুদ্ধে ডাকাতি ও চুরির সাতটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

এ ব্যাপারে তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৯৫৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।