ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে ওয়াকিটকিসহ ৫ ভুয়া পুলিশ আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
নারায়ণগঞ্জে ওয়াকিটকিসহ ৫ ভুয়া পুলিশ আটক পুলিশ হেফাজতে আটকরা। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার সাইনবোর্ড এলাকা থেকে ওয়াকিটকি ও আইডি কার্ডসহ পাঁচ ভুয়া পুলিশ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

মঙ্গলবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন- জাহাঙ্গীর (৪০), সুমন (৩৫), বারেক (৫৫), কাজী শওকত (৫০) ও মাসুম (৪০)।

তারা সবাই ডেমরার বিভিন্ন এলাকায় বসবাস করতেন।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বাংরানিউজকে জানান, আটকরা পুলিশের ভুয়া আইডিকার্ড ও ওয়াকিটকি নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে পুলিশ পরিচয়ে বিভিন্ন অপকর্ম করতেন। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।