ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরে অগ্নিকাণ্ডে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
রংপুরে অগ্নিকাণ্ডে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি রংপুরের নিউ মার্কেটে অগ্নিকাণ্ড। ছবি: বাংলানিউজ

রংপুর: রংপুরের নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মার্কেটের ১৫টি দোকান পুড়ে গেছে ও আগুন নেভানোর সময় ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ১৫টি দোকান।

মঙ্গলবার (২৩ অক্টোবর)  সন্ধ্যায় এ আগুনের ঘটনা ঘটে।

ব্যবসায়ীরা জানান, সন্ধ্যায় পৌনে সাতটার দিকে মার্কেটের একটি দোকান থেকে আগুন ছড়িয়ে পড়ে।

পরে খবর পেয়ে রংপুর ও হারাগাছ থেকে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।  

ব্যবসায়ীদের দাবি অগ্নিকাণ্ডে তাদের প্রায় তিন কোটি টাকা ক্ষতি হয়েছে।

রংপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সামসুজ্জোহা বাংলানিউজকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ মার্কেটে ৫৪টি ইলেকট্রনিক্স ও অপটিক্যাল সামগ্রীর দোকান রয়েছে।

এদিকে রংপুরের জেলা প্রশাসক এনামুল হাবিব ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছেন।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।