ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কওমি আলেমদের শুকরানা মাহফিলে প্রধানমন্ত্রী

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৮
কওমি আলেমদের শুকরানা মাহফিলে প্রধানমন্ত্রী

সোহরাওয়ার্দী উদ্যান থেকে: কওমি মাদ্রাসা শিক্ষার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসকে স্নাতকোত্তরের (ইসলামিক শিক্ষা ও আরবি) স্বীকৃতি দেওয়ায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কওমি আলেমদের উদ্যোগে আয়োজিত ‘শুকরানা মাহফিলে’ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৪ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছালে তাকে স্বাগত জানান আয়োজক সংশ্লিষ্ট শীর্ষ আলেমরা। সেখানে কওমি আলেমদের সঙ্গে কুশল বিনিময়ের পর প্রধানমন্ত্রী অনুষ্ঠান মঞ্চে আসন গ্রহণ করেন।

কওমি মাদ্রাসা শিক্ষার স্বীকৃতি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হবে।

কওমি মাদ্রাসাগুলোর সর্বোচ্চ সংস্থা ‘হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমি বাংলাদেশ’র ব্যানারে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করছেন সংস্থাটির চেয়ারম্যান ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী।

অনুষ্ঠান মঞ্চে কওমি আলেম-ওলামাদের পাশাপাশি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান প্রমুখ উপস্থিত রয়েছেন।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮
এমইউএম/টিএম/এইচএ/

** ‘শুকরানা মাহফিল’ থেকে পেপার স্প্রেসহ দুইজন আটক
** সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে কওমি আলেমদের স্রোত
** উন্নয়নের গণতন্ত্র বজায়ে শেখ হাসিনার পাশে থাকবেন আলেমরা
** সোহরাওয়ার্দীতে কওমি আলেমদের মাহফিল শুরু
** সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে কড়া নিরাপত্তা

** চিঠি নিয়ে ধানমন্ডি যাচ্ছেন ঐক্যফ্রন্ট নেতারা​

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।