ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘শুকরানা মাহফিল’ থেকে পেপার স্প্রেসহ দুই যুবক আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৮
‘শুকরানা মাহফিল’ থেকে পেপার স্প্রেসহ দুই যুবক আটক ইনসেটে পেপার স্পে, আটক দুই যুবক। ছবি: ডিএইচ বাদল

ঢাকা: রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ‘শুকরানা মাহফিল’ করছেন কওমি আলেমরা রোববার (৪ নভেম্বর)। এই মাহফিলে ঢোকার সময় তল্লাশিকালে সকাল ৯টা ১২ মিনিটে পেপার স্প্রেসহ দুই যুবককে আটক করে পুলিশ।

আটক দুই যুবক হলেন- আবিদুর রহমান ও আবদুল্লাহ মামুন। আটকের বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন হাজারীবাগ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রফিক।

 

তিনি বলেন, মাহফিলে ঢোকার জন্য দুই যুবকের গতিবিধি আমাদের সন্দেহজনক মনে হচ্ছিল। একপর্যায় তল্লাশি করা হলে তাদের কাছ থেকে দুই বোতল পেপার স্প্রে পাওয়া যায়। পরে তাদের আটক করে শাহবাগ থানায় পাঠাই। আটক যুবকরা সিলেট থেকে আসছে বলে জিজ্ঞাসাবাদের স্বীকার করেছেন। আটকদের কাছে থেকে উদ্ধার হওয়া পেপার স্প্রে।  ছবি: ডিএইচ বাদলএদিকে মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা থাকলেও তার অনেক আগে থেকেই সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকাজুড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সতর্কাবস্থান দেখা যায়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পোশাকধারী সদস্য, গোয়েন্দা পুলিশ (ডিবি), এপিবিএন, সাদা পোশাকের গোয়েন্দা পুলিশসহ আয়োজক সংগঠনের স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে গড়ে তোলা হয় সমন্বিত নিরাপত্তা বলয়।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৮
ডিএইচবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।