ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ বাবা-মেয়ে আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৮
কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ বাবা-মেয়ে আটক

কক্সবাজার: কক্সবাজার বিমানবন্দর থেকে ১৮০০ পিস ইয়াবাসহ বাবা-মেয়েকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শুক্রবার (১০ নভেম্বর) দুপুর ২টার দিকে বিমানবন্দরের যাত্রী ভবনের গেটে ঢোকার সময় তল্লাশিতে ইয়াবা পাওয়ায় তাদের আটক করা হয়।  

আটক দু’জন হলেন-যশোরের ইমরুল হোসেন চৌধুরী ওরফে পার্থ ও তার মেয়ে সুরাইয়া আক্তার জেরিন।

কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোমেন মণ্ডল জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বাবা-মেয়ে বলে পরিচয় দিয়েছেন। তারা আরো জানিয়েছেন, প্রায়ই তারা কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে প্লেনে করে যশোরে যান। বাবার কাছ থেকে ১৩০০ ও মেয়ের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৩৫৩ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।