ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে ৪ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
না’গঞ্জে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে ৪ যুবক আটক

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ভূঁইয়ারবাগে বিদ্যানিকেতন হাইস্কুলের সামনে এক ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে চার যুবককে আটক করেছে পুলিশ।

আটক যুবকরা হলেন- অনিক, লোকনাথ, মুন্না ও সাইদুল। এদের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে।

অভিভাবক ও শিক্ষকদের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (১৩ নভেম্বর) বিকেলে ফতুল্লা থানার উপ-পরিদর্শক (এসআই) রক্তিমের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিদ্যানিকেতন হাইস্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা বাংলানিউজকে জানান, স্কুলে যাতায়াতের সময় কয়েকজন যুবক প্রায়ই ছাত্রীদের উত্ত্যক্ত করতো। তাই এ বিষয়ে ফতুল্লা থানায় অভিযোগ জানানো হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে চার যুবককে আটক করেছে।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বলেন, আটক যুবকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।