ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
মাদারীপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

মাদারীপুর: মাদারীপুরের কালকিনি উপজেলায় প্রতিবন্ধী এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১২ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (১৩ নভেম্বর) সকালে ওই কিশোরীকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

জানা যায়, কালকিনির সস্তাল গ্রামের আসমত ঘরামীর ছেলে আলমগীর ঘরামী (৪০) প্রতিবন্ধী ওই কিশোরীকে বাড়িতে একা পেয়ে চকলেট দেবার প্রলোভন দেখিয়ে বাড়ির পাশের এক বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজির পর রাতে বাগান থেকে রক্তাক্ত অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করে। গুরুতর অবস্থায় সকালে তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো. বদরুল আলম বাংলানিউজকে জানান, অভিযুক্ত আলমগীর ঘরামীকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ০৫১০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।