ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সেন্টমার্টিনে সাড়ে ১১ কোটি টাকার ইয়াবা উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
সেন্টমার্টিনে সাড়ে ১১ কোটি টাকার ইয়াবা উদ্ধার জব্দ করা ইয়াবা। ছবি: বাংলানিউজ

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ১১ কোটি টাকার একটি ইয়াবার (২ লাখ ৩০ হাজার ইয়াবা) চালান উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বুধবার (১৪ নভেম্বর) দুপুরে কোস্টগার্ডের সহকারী পরিচালক (গোয়েন্দা) লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মারুফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মঙ্গলবার (১৩ নভেম্বর) বিকেলে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের অধীনে টেকনাফ সিজি স্টেশনের সদস্যরা সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সমুদ্র এলাকায় অভিযান চালায়।

এসময় তারা সন্দেহভাজন একটি মাছ ধরার নৌকাকে সংকেত দিলে নৌকাটি না থামিয়ে তিনটি বস্তা ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

পরে ওই তিনটি বস্তার ভেতর থেকে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১১ কোটি ৫০লাখ টাকা। এসব ইয়াবা টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
 
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।