ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বকশীগঞ্জে স্কুল ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৮
বকশীগঞ্জে স্কুল ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার প্রতীকী ছবি

জামালপুরঃ জামালপুরের বকশীগঞ্জে রোকসানা আক্তার (১৪) নামে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ মৃতদেহ উদ্ধার করা হয়।

মৃত রোকসানা বকশীগঞ্জ সদর ইউনিয়নের হাজী রুহুল আমিনের মেয়ে ও স্থানীয় সাকসেস কিন্ডার গার্ডেনের ১০ শ্রেনীর ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাস চারেক পুর্বে একই গ্রামে অনিক নামের ছেলের
সাথে পারিবারের বিনা অনুমতিতে বিয়ে হয় রোকসানার।

পরে বাধ্য হয়ে পরিবার মেনে নিলেও স্বামীর সংসারের সাথে বনি-বনা হয়নি রোকসানার।

শুক্রবার বিকালে বাবা ব্যবসার কাজে দোকানে ও মা অন্য বোনের বাড়ীতে বেড়াতে গেলে বাসায় একা পেয়ে নিজ ঘরের ধর্নার সাথে ওড়না বেঁধে আত্মহত্যা করে।

পুলিশ খবর পেয়ে রাত ৮টার দিকে মৃতদেহ উদ্ধার করে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) তাহারুল ইসলাম ঘটনার
সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও ময়নাতদন্তের প্রতিবেদনের পর বিস্তারিত বলা যাবে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ১৬ নভেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।