ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মালিবাগে বাসের ধাক্কায় স্কুলছাত্র আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
মালিবাগে বাসের ধাক্কায় স্কুলছাত্র আহত আহত স্কুলছাত্র লাবিব। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর মালিবাগ সুপার মার্কেটের সামনে বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে আহনাফ রহমান লাবিব (৮) নামে এক স্কুলছাত্র আহত হয়েছে। এ ঘটনায় উত্তেজিত জনতা বাসটি ভাঙচুর করেছে। 

সোমবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহত লাবিবকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সে মালিবাগ সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণির ছাত্র। তার বাবার নাম মিজানুর রহমান।  

আহত স্কুলছাত্রের মা নিগার সুলতানা বাংলানিউজকে জানান, স্কুল ছুটির পর বাবার সঙ্গে মোটরসাইকেলে করে মগবাজারের বাসায় ফিরছিলো লাবিব। মালিবাগ সুপার মার্কেটের সামনে দিয়ে যাওয়ার সময় একটি যাত্রীবাহী বাস পেছন থেকে তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে নিচে পড়ে যায় লাবিব।  

পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিকভাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মো. আলাউদ্দিন বাংলানিউজকে জানান, দুর্ঘটনায় শিশুটির কোমড়ে আঘাত পেয়েছে। তার চিকিৎসা চলছে।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, চালক পালিয়ে গেলেও ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পরে উত্তেজিত জনতা বাসটিকে কিছুটা ভাঙচুর করেছে।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
এজেডএস/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।