ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সিংড়ায় ফেনসিডিলসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
সিংড়ায় ফেনসিডিলসহ আটক ২ ফেনসিডিলসহ আটক দুই মাদকবিক্রেতা

নাটোর: নাটোরের সিংড়া উপজেলায় ফেনসিডিলসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। 

সোমবার (১৯ নভেম্বর) ভোরে উপজেলার সিংড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।  

আটকরা হলেন- লক্ষীপুর জেলার শ্যামগঞ্জ উপজেলার মৃত শরতুল্লাহ’র ছেলে বাবুল (৪২) ও তার সহযোগী ঢাকার কেরানীগঞ্জ থানার মৃত তারা মিয়ার ছেলে আ. সামাদ (৩৭)।

 

বিকেলে র‌্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় র‌্যাব। এ সময় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে এক হাজার ৪৫৫ বোতল ফেনসিডিলসহ ওই দুই মাদকবিক্রেতাকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল, চারটি সিমকার্ড জব্দ করা হয়। আটক করা হয় ট্রাকটিও। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।