ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

জাদুঘর-গ্রন্থাগারে নতুন ডিজি, বিজেএমসিতে চেয়ারম্যান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
জাদুঘর-গ্রন্থাগারে নতুন ডিজি, বিজেএমসিতে চেয়ারম্যান

ঢাকা: জাতীয় জাদুঘর ও গ্রন্থাগার অধিদপ্তরে নতুন মহাপরিচালক এবং বাংলাদেশ জুট মিলস করপোরেশনে (বিজেএমসি) চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (১৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় আরো দুই অতিরিক্ত সচিবের দফতর বদল করে এ সংক্রান্ত আদেশ জারি করেছে।
 
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রিয়াজ আহমেদকে জাতীয় জাদুঘরের মহাপরিচালক করা হয়েছে।


 
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অতিরিক্ত সচিব মো. মঞ্জুরুল রহমান গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।
 
এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নজরুল আনোয়ারকে বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।
 
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে সংযুক্ত ওএসডি অতিরিক্ত সচিব মো. আজহারুল ইসলাম খান রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য নিয়োগ পেয়েছেন।
 
আর স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত ওএসডি অতিরিক্ত সচিব মো. আব্দুল হাকিম মজুমদারকে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রকল্পের (২য় পর্যায়) প্রকল্প পরিচালক করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।