ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে অটোরিকশাচাপায় শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
কিশোরগঞ্জে অটোরিকশাচাপায় শিশু নিহত

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে অটোরিকশার চাপায় নাহিদা আক্তার (০৮) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ নভেম্বর) বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার চরমারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাহিদা আক্তার ওই এলাকার হজরত আলীর মেয়ে।

 

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক বাংলানিউজকে জানান, বিকেলে উপজেলার চরমারিয়া এলাকায় রাস্তা পার হচ্ছিল নাহিদা। এসময় ব্যাটারি চালিত একটি অটোরিকশা তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।