ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

জলপাইয়ের বিচি গলায় আটকে শিশুর মৃত্যু 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
জলপাইয়ের বিচি গলায় আটকে শিশুর মৃত্যু 

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জলপাইয়ের বিচি (বীজ) গলায় আটকে রিয়াজুল ইসলাম (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পূর্ব নওদাবাস গ্রামে এ ঘটনা ঘটে। রিয়াজুল ওই গ্রামের কলিমুদ্দিনের ছেলে।

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, সন্ধ্যায় জলপাই খাওয়ার সময় হঠাৎ একটি বিচি গলায় আটকে গেলে গুরুতর অসুস্থ হয় রিয়াজুল। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাঈম হোসেন নয়ন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ০২৫৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
এমএএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।