ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

খুলনার নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
খুলনার নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু

খুলনা: খুলনায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ নভেম্বর) দুপুর ১টার দিকে মহানগরীর খালিশপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন- মো. সায়েম (২০),  রমজান (৩৫) ও নূর-এ আলম (১৮)। তিন শ্রমিকেরই বাড়ি নীলফামারী জেলার উত্তর দেশিবাড়ি গ্রামে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক দিব্যেন্দু সরকার বলেন, একটি নির্মাণাধীন ভবন থেকে তারা পড়ে গিয়ে মাথায় আঘাত পান। হাসপাতালে আনার আগেই তিন শ্রমিকের মৃত্যু হয়। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

শ্রমিকরা জানান, ভবনে নির্মাণকাজ চলাকালীন অসর্তকতাবশত তিন শ্রমিক নিচে পড়ে যান। গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
এমআরএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।