ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

শীতের কেনাকাটায় থাকা চাই ফ্যাশনও

হোসাইন মোহাম্মদ সাগর, ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৮
শীতের কেনাকাটায় থাকা চাই ফ্যাশনও রাজধানীর বিভিন্ন বিপনি বিতানে সাজানো হয়েছে শীতের পোশাক/ছবি- শাকিল আহমেদ

ঢাকা: হেমন্ত শেষ হতে আর খুব অল্পই বাকি। এরইমধ্যে প্রকৃতিতে বইতে শুরু করেছে শীতের আগমনী হিমেল হাওয়া। দিনের বেলা একটু গরম আবহাওয়া থাকলেও বিকেল থেকেই অনুভূত হচ্ছে শীত। রাজধানীবাসীও এর আমেজ পেতে শুরু করেছেন। তাইতো নগরবাসী আগাম প্রস্তুতির কথা মাথায় রেখে শুরু করেছেন শীতের কেনাকাটা।

সাধ্য অনুযায়ী মার্কেট কিংবা ফুটপাত থেকে ক্রেতারা কিনে নিচ্ছেন পছন্দের শীতের পোশাকটি। সংশ্লিষ্টরা বলছেন, শীতের কেনাকাটা করতে সকাল থেকে রাত পর্যন্ত ভিড় আছে।

তবে শীতের তীব্রতার সঙ্গে তা আরও বাড়বে।

বুধবার (২১ নভেম্বর) রাজধানীর বসুন্ধরা সিটি, মৌচাক, ইস্টার্ন প্লাজা, রাপা প্লাজা, সীমান্ত স্কয়ারের তুলনায় নিউমার্কেট, গাউছিয়া মার্কেট ও গুলিস্তানসহ অন্যান্য হকার্স মার্কেটগুলোতেই ক্রেতাদের আনাগোনা দেখা গেছে বেশি।

এ প্রসঙ্গে নিউমার্কেট এলাকায় কথা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিনা আক্তারের সঙ্গে। বিভিন্ন দোকান ঘুরে ঘুরে শীতের পোশাক দেখছিলেন তিনি। কথা হলে তাহমিনা বলেন, রাজধানীর অভিজাত শপিং কমপ্লেক্সগুলোর তুলনায় নিউমার্কেটে দামটা বেশ সহনীয়। আর পণ্যের মানও মোটামুটি বেশ ভালো। তাই এবারের শীতের পোশাক এখান থেকেই কিনবো বলে ঠিক করেছি।

গুলিস্তানে কথা হয় আজিমপুর থেকে আসা গৃহবধূ রোকেয়া সুলতানার সঙ্গে। বিভিন্ন দোকানে সাজিয়ে রাখা নানা ধরনের সোয়েটার আর শীতের চাদর দেখছিলেন তিনি। কথা হলে মধ্যবয়সী এ গৃহিনী বলেন, এবার শীতের শুরুতেই চলে এসেছি কেনাকাটা করতে। অনেক খোঁজাখুঁজি করে বাচ্চাদের জন্য কয়েকটা সোয়েটার পছন্দ করলাম। আরো কিছু কেনার ইচ্ছে আছে। আসলে কম দামে ভালো কিছু পাবো বলেই আজিমপুর থেকে এখানে আসা। কিন্তু গতবারের তুলনায় এবার দামটা একটু বেশি।

সাধ্যানুযায়ী ফুটপাত থেকে শীতের কাপড় কিনছেন ক্রেতারাতবে মার্কেট ও কাপড়ের মানভেদে দামের তারতম্য বলেই জানালেন নিউমার্কেটের ব্যবসায়ী রফিকুল ইসলাম। তিনি বলেন, এবার শীতের পোশাক বিক্রি শুরু হয়েছে কয়েকদিন আগে থেকেই। তবে শীত যত বাড়বে, কাপড়ের দামও বাড়বে তেমনি। কেননা শীতের পোশাক সারা বছর বিক্রি হয় না, এটা নির্ভর করবে চাহিদার উপর। চাহিদা বেশি হলেই দাম বেড়ে যাবে। আর পোশাকের মানেরও একটা ব্যাপার থাকে।

এদিকে তরুণ-তরুণীদের মতে, শুধু শীতের প্রকোপ থেকে বাঁচতে নয়, শীতের কাপড় এখন ফ্যাশনের অনুষঙ্গও। সে কথা মাথায় রেখেই রাজধানীর বিপনি বিতানগুলোতে এরইমধ্যেই শীতের কাপড়ের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। সেদিক থেকে ছেলেমেয়েদের ফ্যাশনেবল শীতের কাপড়ের জন্য বসুন্ধরা সিটির দোকানগুলোতে আয়োজনটা বেশ।

এছাড়া একটু কম খরচে কেনাকাটা করতে হলে যেতে পারেন নিউমার্কেট, আজিজ সুপার মার্কেট ও গুলিস্তান এলাকার বিপনি বিতানগুলোতে। তরুণদের একটি বড় অংশের পছন্দ নিউমার্কেট। এখানে হুডি থেকে শুরু করে জ্যাকেট, শাল, গরম গেঞ্জি, সোয়েটার পাওয়া যাবে তুলনামূলক কম দামে। হুডি, জ্যাকেট পাওয়া যাবে ৪০০ থেকে ৭০০ টাকায়। গেঞ্জির দাম ৩০০ থেকে ৬০০ টাকা। আর চাদর পাওয়া যাবে ২০০ থেকে ৮০০ টাকার মধ্যে। চাইলে গুলিস্তানের বঙ্গবাজার, ইসলামিয়া সুপার মার্কেট, গুলিস্তান কমপ্লেক্স থেকেও করতে পারেন কেনাকাটা।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৮
এইচএমএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।